রাজধানীর বসিলায় নকশা বহির্ভূত ভবনে রাজউকের অভিযান

নয়াবার্তা প্রতিবেদক : রাজধানীর বসিলা এলাকায় ‘সিটি ডেভেলপার্স প্রজেক্ট’-এ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয় রাজউক। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান ও রাজউক পরিচালক মো. হামিদুল ইসলাম। রোববার (১১ জুন) সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুরে শেষ হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৫/১) বসিলা এলাকায় রাজউক নকশা ব্যতিরেকে ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করি। আমরা এসব নকশা বহির্ভূত ভবনে প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দিই। একই সাথে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতীত ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা গ্রহণ করি।’

এলাকাবাসী জানায়, এই এলাকায় আগে কখনো মোবাইল কোর্ট পরিচালিত হয়নি। রাজউকের নকশা বহির্ভূত ভবন নির্মাণ না করার জন্য বিভিন্ন ধরণের লিফলেট এবং মাইকিং এর মাধ্যমে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। আমরা এই ধরণের অভিযানকে স্বাগত জানাই। এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে ভবন নির্মাণ করবে না।’

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার জাকির হোসেন, প্রধান ইমারত পরিদর্শক ফাতহ্, ইমারত পরিদর্শক বাপ্পি বিশ্বাসসহ রাজউকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share