লালমনিরহাটের কিশোরী খাদিজা এখন ‘ইউসুফ আলী’

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে এক কিশোরী হঠাৎ ছেলেতে পরিণত হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তার নাম জান্নাতি আক্তার খাদিজা থেকে পরিবর্তন করে রাখা হয়েছে ইউসুফ আলী।

সে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় উত্তর গোবধা দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে।

পরিবার ও স্থানীয়রা জানায়, কামরুজ্জামান ও পারভীন আক্তার দম্পত্তির দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে তৃতীয় সন্তান খাদিজা। ছোটবেলা থেকেই শারীরিক গঠন ও আচরণ ছিল মেয়েসুলভ। চলাফেরাও ছিল মেয়েদের সঙ্গে। হঠাৎ এক মাস ধরে তার আচরণ ও গঠনে পরিবর্তন দেখা দেয়। গত সপ্তাহে তার কণ্ঠ ও শারীরিক গঠন পুরোপুরি পুরুষের মতো হয়ে গেলে পারিবারিকভাবে তাকে পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয় পরিবার।

মেয়ে থেকে পুরোপুরি ছেলেতে রূপান্তরিত হওয়ায় তার নাম বদলে ফেলা হয়। চুল কেটে ছোট করে পরছে ছেলেদের পোশাক। তবে লোকলজ্জায় বাড়ির বাইরে যাচ্ছে না। মুখে মাস্ক পরে থাকছে।

ঘটনাটি এতদিন গোপন থাকলেও গতকাল বৃহস্পতিবার তা জানাজানি হয়। এরপর থেকেই তাকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন আশপাশের এলাকার মানুষ।

বাবা কামরুজ্জামান বলেন, ‘এক মাস ধরে খাদিজার কণ্ঠ ও দৈহিক গঠনে বেশ পরিবর্তন ঘটতে থাকে। পরবর্তীতে গত সপ্তাহে পুরোপুরি পুরুষে রূপান্তরিত হওয়ায় পারিবারিকভাবে তাকে পরীক্ষা করে আমরা নিশ্চিত হয়েছি। তাই তার নাম খাদিজা থেকে পরিবর্তন করে ইউসুফ আলী রাখা হয়েছে।’

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু বলেন, ‘লোক মুখে ঘটনাটি শুনেছি।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আজমল হক বলেন, ‘হরমোন পার্থক্যের কারণে এমন হতে পারে। হঠাৎ কোনো পুরুষের শরীরে নারী হরমোন বৃদ্ধি পেলে নারীতে এবং নারীর শরীরে পুরুষের হরমোন বৃদ্ধি পেলে তিনি পুরুষে রূপান্তরিত হতে পারেন।’

Share