সাতক্ষীরায় কখন কোন আম পাড়া হবে, সূচি নির্ধারণ

নয়াবার্তা প্রতিনিধি : নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম সংগ্রহ করা হলে বা কার্বাইড ও কেমিকেল মিশিয়ে অপরিপক্ক আম বাজারজাত করা হলে প্রশাসন আইনি ব্যবস্থা নেবে।

অসময়ে সংগ্রহ বন্ধ রাখতে এবং বাজারজাতকরণের সুবিধার জন্য সাতক্ষীরায় গাছ থেকে আম পাড়ার সময়সূচি নির্ধারণ করে দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ঠিক হয়েছে, আগামী ১২ মে থেকে ১৫ জুন বিভিন্ন জাতের আম সংগ্রহ এবং বাজারজাত করা হবে।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি জানান, আগামী ১২ মে গোবিন্দভোগ, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপালি জাতের আম সংগ্রহ ও বাজারজাতকরণের দিন নির্ধারণ করা হয়েছে।

“নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম সংগ্রহ করলে বা কার্বাইড ও কেমিকেল মিশিয়ে অপরিপক্ক আম বাজারজাত করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।“

সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার জেলার আম চাষী ও ব্যবসায়ীদের কাছে ‘আম ক্যালেন্ডার’ পৌছে দেওয়া হয়েছে।

ওসাতক্ষীরা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মো.আতিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Share