বিনোদন প্রতিবেদক : উৎসবে অংশ নিতে স্পেনে আছেন, খবরটি আগেই জানিয়েছিলেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত আজমেরী হক বাঁধন। গতকাল শনিবার দিবাগত রাতে জানান, উৎসবে তিনি সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন। একই উৎসবে তাঁর অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি সেরার পুরস্কার জিতেছে।
স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ একসঙ্গে দুটি পুরস্কার প্রাপ্তিতে রীতিমতো উড়ছেন বাঁধন। উচ্ছ্বসিত বাঁধন বলেন, ‘দারুণ সময় কাটছে। উৎসবের পরিচালক কার্লোস জানিয়েছেন, বাংলাদেশের কোনো সিনেমা তিনি প্রথমবারের মতো দেখলেন। ছবিটি দেখে তিনি মুগ্ধ। এত অসাধারণ ছবি বাংলাদেশে নির্মিত হচ্ছে ভেবে তিনি অভিনন্দনও জানান।’
গত ২৪ জুন শুরু হওয়া এই উৎসবের সমাপনী দিন ছিল গতকাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে বাঁধনের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবেও পুরস্কৃত হয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমা।
পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে স্পেন থেকে বাঁধন বলেন, ‘আসলে অনুভূতিটা ভীষণ আলাদা এ জন্য যে এখানে আমি একা একটা বাংলাদেশি মেয়ে এসেছি। এখানকার সংস্কৃতি ও ভাষা একদমই আলাদা। বুঝতেও অসুবিধা হচ্ছিল। উৎসবের পরিচালক আমাকে জানিয়েছেন, আমাদের সিনেমা দুটো পুরস্কার পেয়েছে। সেরা ছবি ও সেরা অভিনেত্রীর। সিনেমা দেখে ওরা মুগ্ধ। উৎসবে যখনই আমার কারও সঙ্গে দেখা হয়, জুরি মেম্বার ও দর্শক সবাই আমাকে রেহানা বলে ডাকেন। পরিচয় করিয়ে দেন, উনি হচ্ছেন বাঁধন, ইনিই রেহানা, বাংলাদেশ থেকে এসেছেন— তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে, রেহানা বলেই সবাই জড়িয়ে ধরেন। এমনও জানিয়েছেন, তাঁরা রেহানার সঙ্গে নিজেদের এত সংযুক্ত করেছেন যে মনে করছেন তাঁরা আমাকে চেনেন। আমার কষ্ট তাঁরা বুঝেছেন, আমাকে ফিল করেছেন।’
কথায় কথায় বাঁধন দিলেন সমাপনী অনুষ্ঠানের বর্ণনা, ‘অনুষ্ঠানের দিনটা আমি খুব উপভোগ করছি। এমন নয় যে আমি তাঁদের ভাষা জানি না, তাঁদের ভাষা বুঝি না, তাই একঘেয়ে লাগছে। উল্টো আরও মজা করে পুরো অনুষ্ঠান উপভোগ করেছি। আমার কথাও তাঁদের অনেক ভালো লেগেছে বলে জানিয়েছেন। কার্লোস বলেছেন, “তুমি অনেক ইমোশনাল স্পিস দিয়েছ। সবচেয়ে রিয়েল স্পিচ তোমারটা”।’
‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’ উৎসবে অংশ নিতে গত বৃহস্পতিবার স্পেনে যান আজমেরী হক বাঁধন। পুরস্কারপ্রাপ্তির খবর ফেসবুকে জানিয়ে বাঁধন লিখেছেন, ‘সিনেমা জোভ-এ আমরা দুটি পুরস্কার পেয়েছি। এটা সত্যিই অনেক বড় সম্মান। ধন্যবাদ সিনেমা জোভ ও সম্মানিত জুরি বোর্ডকে আমাদের পুরস্কৃত করার জন্য। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’
এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য একাধিক পুরস্কার পেয়েছেন বাঁধন। অস্ট্রেলিয়ায় ‘এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এ ছাড়া কেরালার চলচ্চিত্র উৎসবে পেয়েছেন বিশেষ সম্মান। কান চলচ্চিত্র উৎসবেও মনোনয়ন পেয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’। উৎসবের প্রিমিয়ারে শোতেও প্রশংসা পেয়েছিল ছবিটি।
‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে বাঁধন ছাড়া অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন, আফিয়া তাবাসসুম, সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী, খুশিয়ারা খুশবু ও অভ্রদিত চৌধুরী।