নিজস্ব বার্তা প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধের মেয়াদ আরও বাড়তে পারে বলে জানা গেছে। বিধিনিষেধের মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুসারে বিধি নিষেধের মেয়াদ শেষ হচ্ছে আজ। তবে করোনা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে না আসায় বিধিনিষেধের মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে আগামী ২৬ জুন মধ্যরাত পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলে বুধবার (১৬ জুন) ‘বিধিনিষেধ’ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হচ্ছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সব রকমের গণপরিবহন চলবে বলেও জানানো হয়। এর আগে গত ৩১ মে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৬ জুন এবং পরে তা ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়। সেই হিসেবে আজ চলমান বিধিনিষেধ শেষ হওয়ার কথা ছিল।