নয়াবার্তা ডেস্ক : ইউক্রেনীয় শহর মারিওপোলের এক নাট্যশালায় রাশিয়ান সেনাদের বোমাবর্ষণ নিয়ে সংবাদ প্রকাশ করায় এক রুশ সাংবাদিককে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশের বিমানবাহিনীকে অভিযুক্ত করে সংবাদ প্রকাশ করার দায়ে মারিয়া পনোমারেঙ্কো নামের সাংবাদিককে এ কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে দেওয়া লাইভ আপডেটে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। গত এপ্রিলে ওই নাট্যশালায় রাশিয়া হামলা চালায় বলে অভিযোগ। সংঘাত শুরু হলে নাট্যশালাটিতে ইউক্রেনীয় নারী-শিশুরা আশ্রয় নিয়েছিল।
আদালতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বারনাউল শহরের লেনিন জেলা আদালত ‘ভুয়া সংবাদ’ ছড়ানোর অভিযোগে ওই সাংবাদিককে দোষী সাব্যস্ত করে। ছয় বছর কারাদণ্ডের পাশাপাশি তাকে প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা করায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অবশ্য ৯ বছরের কারাদণ্ড চেয়েছিলেন।
এদিকে, রায় ঘোষণার আগে স্থানীয় সংবাদমাধ্যম রাশনিউজে কাজ করা সাংবাদিক পনোমারেঙ্কো আদালতকে বলেন, দেশপ্রেম হলো মাতৃভূমির প্রতি ভালোবাসা। মাতৃভূমির প্রতি কারও ভালোবাসা প্রকাশ অপরাধকে উৎসাহ দিয়ে করা উচিত নয়। আপনার প্রতিবেশীর ওপর আক্রমণ করা অপরাধ।
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এ সাংবাদিক বলেন, যদি এটি যুদ্ধ হয়—তাহলে এটিকে যুদ্ধ বলুন। এটি সামরিক বাহিনীর বিরুদ্ধে রাষ্ট্রীয় অপরাধ—এটি খুবই জঘন্য অপরাধ।
প্রসঙ্গত, গত বছরের ১৬ মার্চ সকালে বোমাবর্ষণ করে মারিওপোলের দোনেৎস্ক রিজিউনাল একাডেমিক ড্রামা থিয়েটার গুঁড়িয়ে দেওয়া হয়। রাশিয়ান সেনারা শহরটি দখলের সময় বেসামরিক নাগরিকরা নাট্যশালাটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল। রাশিয়া বোমা হামলা করে নাট্যশালাটিকে গুঁড়িয়ে দিয়েছে বলে কিয়েভ অভিযোগ করে আসছে। আর রাশিয়া বলছে ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা এটি ধ্বংস করেছে।