WordPress database error: [Disk full (/tmp/#sql_37b_0.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SHOW FULL COLUMNS FROM `nb_postmeta`

ওয়ামিকার লাস্যময়তায় মজলো নেটদুনিয়া

নয়াবার্তা ডেস্ক : সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে খুফিয়া। এই ছবিতেই একাধিক বোল্ড দৃশ্যে অভিনয় করে নেটদুনিয়ায় তাক লাগিয়েছেন বলিউডের লাস্যময়ী নায়িকা ওয়ামিকা গাব্বি। খোলামেলা পোশাকে সত্তরের দশকের গানের সঙ্গে তার উদ্দাম নাচের দৃশ্যে যেন চোখ আটকে যাচ্ছে দর্শকদের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিশাল ভরদ্বাজের নতুন ছবি খুফিয়ায় অন্তরঙ্গ দৃশ্যে ওয়ামিকা গাব্বি সাবলীল অভিনয় করেছেন। এই নায়িকার সাহসী অভিনয় তো বটেই তার রূপেও মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। বর্তমানে ‘খুফিয়া’ সিনেমা থেকেই ভাইরাল হওয়া বেশ কয়েকটি রগরগে দৃশ্যের চর্চা নিয়েই মেতে আছেন তারা। ছবিতে ওয়ামিকা গাব্বি আলি ফজলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে আলি ফজল ও ওয়ামিকার অন্তরঙ্গ মুহূর্ত। এই ভিডিওতে কেউ লিখছেন, ‘ওয়ামিকা গাব্বি এত হট কেন!’ কেউ আবার লিখছেন, ‘ওর তালেই তাল মেলাও’।

ওয়ামিকা বর্তমানে ‘আই ক্যান্ডি’। ‘ফুরসত’, ‘মডার্ন লাভ’, ‘চার্লি চোপড়া’, এবং হিন্দি ছবি ‘খুফিয়া’ – পর পর বিশাল ভরদ্বাজের সঙ্গে চার চারটি কাজ করে ফেলেছেন।

এছাড়া ‘গ্রহণ’, ‘মাই’, ‘জুবিলি’ সিরিজের মতো বলিউডের বড়সড় প্রজেক্ট ছিনিয়ে নিয়েছেন তিনি। ‘জাওয়ান’ পরিচালক অ্যাটলির পরবর্তী হিন্দি সিনেমারও অংশ হতে চলেছেন ওয়ামিকা। যেখানে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করবেন তিনি।

১৬ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ওয়ামিকা। তবে তেমন প্রচারের আলোয় আসেননি। ‘জুবিলি’ সিরিজের পরই রাতারাতি হিট তিনি। ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব উই মেট’ ছবিতেও শিশুশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল এই নায়িকাকে

Share