নয়াবার্তা ডেস্ক : হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তির চ্যাট বক্সে প্রবেশ করে নিয়মিত বার্তা আদান-প্রদান বা কল করেন অনেকেই। হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সের পটভূমি বা ওয়ালপেপার সাধারণত একই ধরনের হয়ে থাকে। তবে চাইলেই বিভিন্ন ব্যক্তির চ্যাট বক্সে আলাদা ওয়ালপেপার যুক্ত করে বৈচিত্র্য আনা যায়। হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সের ওয়ালপেপার পরিবর্তনের পদ্ধতি দেখে নেওয়া যাক।
হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সের ওয়ালপেপার পরিবর্তনের জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ ফিডের ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর পপআপ বক্সে প্রদর্শিত বিভিন্ন অপশন থেকে সেটিংস নির্বাচন করতে হবে। এবার ‘চ্যাটস’ নির্বাচন করে ডিসপ্লে অপশনের নিচে থাকা ‘ওয়ালপেপার’ ট্যাপ করলে চ্যাট বক্সে বর্তমানে চালু থাকা ওয়ালপেপার দেখা যাবে। এরপর নিচে থাকা ‘চেঞ্জ’ অপশনে ট্যাপ করলে পরের পৃষ্ঠায় স্মার্টফোনের ফটো গ্যালারিসহ বিভিন্ন অপশন দেখা যাবে। মাই ফটোজে প্রবেশ করে চাইলে নিজের ছবিসহ বিভিন্ন ছবি চ্যাট বক্সের ওয়ালপেপারের জন্য নির্বাচন করা যাবে। এ ছাড়া ব্রাইট, ডার্ক, সলিড কালারস অপশনে প্রবেশ করেও বিভিন্ন ওয়ালপেপার নির্বাচন করা যাবে। ওয়ালপেপার নির্বাচনের পর নিচে থাকা ‘সেট ওয়ালপেপার’ বাটনে ট্যাপ করতে হবে।