নয়াবার্তা প্রতিবেদক : শিক্ষার্থী ও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছেন সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া আনসার সদস্যরা। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আনসার সদস্যরা ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন।
কিছু আনসার সদস্য সচিবালয়ের ভেতরে ও বাইরে বিভিন্ন জায়গায় আটকা পড়েছিলেন। তাঁরা শিক্ষার্থীদের প্রহরায় সচিবালয় এলাকা ছাড়ছিলেন। আহতদের রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা।
এর আগে সচিবালয় এলাকায় শিক্ষার্থী ও আনসারদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থী ও পুলিশ আনসারদের ছত্রভঙ্গ করে দেয়। রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, সংঘর্ষে প্রায় ৪০ জন শিক্ষার্থী ও আনসার সদস্য আহত হন।
সেখানে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।