নিজস্ব বার্তা প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে দুইজন সাবেক সেনা সদস্যকে দাফন করা হয়েছে। এঁদের মধ্যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। অপরজনকে করোনা সন্দেহে মৃত্যু ভেবে এই কবরস্থানে দাফন হয়েছে। তাঁরা দুজনই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
আজ বৃহস্পতিবারে বেলা সাড়ে বারোটার দিকে এই দুই সাবেক সেনা সদস্যকে দাফন করা হয়। তালতলা কবরস্থানের স্টাফ ইমাম মো. ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে এই কবরস্থানে করোনা ভাইরাসে আক্রান্ত ও করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মৃত্যু হিসেবে ১৩৮ জনকে দাফন করা হয়েছে।
সাবেক এই দুই সেনা সদস্য গতকাল বুধবার মারা যান। দাফনকৃতদের মধ্যে একজনের বয়স ৬০ বছর। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুর সনদে উল্লেখ আছে। তাঁর বাড়ি কিশোরগঞ্জ সদরে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।
আরেক সেনা সদস্যের বয়স ৭৩ বছর। তিনি একজন মুক্তিযোদ্ধা। সেনাবাহিনী থেকে তিনি ল্যান্স নায়েক পদে থেকে অবসরে যান। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুরে। তিনি গত ১ এপ্রিল ঢাকা সিএমএইচে ভর্তি হন। পরিবারের সদস্যরা জানান, অনেক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তাঁর নানান শারীরিক জটিলতা ছিল। তবে সর্দি, কাশি বা জ্বর ছিল না।
মৃতের সন্তান জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁর জ্ঞান ছিল না, তিনি কথা বলতে পারতেন না। কারও সাহায্য ছাড়া তিনি চলতে পারতেন না। হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদে করোনার ভাইরাসে আক্রান্ত- এটি লেখা ছিল না। তিনি আরও বলেন, ‘আমার বাবার পাশেই শরীয়তপুর নিবাসী ওই সাবেক সেনা সদস্য ভর্তি ছিলেন। যেহেতু আব্বু আর তিনি একই দিনে মারা যান তাই করোনা সন্দেহজনক মৃত্যু হিসেবে তাঁকেও তালতলায় দাফন করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য আব্বুর মুখের লালার নমুনা নেওয়া হয়েছে। আমার ভগ্নিপতি কয়দিন আগে আব্বুর সঙ্গে দেখা করেন। তাই তাঁরও নমুনা নেওয়া হয়েছে। পরীক্ষার ফল এখনও আমরা পাইনি।’
খিলগাঁও তালতলা কবরস্থানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রথম দাফন হয় গত ২৫ মার্চ রাতে।আজ সকাল থেকে এই দুই সাবেক সেনাসদস্যসহ চারজনকে এখানে দাফন করা হয়েছে।
দাফন করা অপর দুজন নারী। তাঁরা দুজনই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শারীরিক জটিলতায় মারা যান বলে মৃত্যুর সনদে উল্লেখ আছে। দুপুর বারোটার দিকে দাফন করা হয় ৫২ বছর বয়সী এক নারীকে। তিনি রাজধানীর উত্তর বাড্ডার বাসিন্দা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে আজ সকাল আটটার দিকে দাফন করা হয় আরেক নারীকে। তাঁর বয়স ৫০ বছর। তিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা। তিনি মারা যান গতকাল বুধবার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই নারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।