দেশে করোনায় আক্রন্তের সংখ্য ৫ হাজার ছাড়ালো

২৪ ঘন্টায় মৃত্যু ৫, নতুন শনাক্ত ৪১৮ জন

নিজস্ব বার্তা প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৫ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী এর মধ্যে ৪ জন ঢাকার ভেতরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪১৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে। দেশের ৬০টি জেলায় আক্রান্ত পাওয়া গেছে। সাতক্ষীরা, ঝিনাইদাহ, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা করোনা মুক্ত রয়েছে।নতুন করে আজ সুস্থ হয়েছেন ৯ জন।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং দৈনিক সংবাদ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

এর আগে শনিবার ৩০৯ জন নতুন শনাক্তের কথা জানানো হয়। ওই দিন মারা যান ৯ জন। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন ৩ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় কম নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৪৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৫ হাজার ৪১৬। সব মিলে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৫৮৯ জনকে।

নতুন করে আজ সুস্থ হয়েছেন ৯ জন, সব মিলে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১২২ জন। তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য এখানে নেই। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি বলছে, শুক্রবার বেলা দুইটা পর্যন্ত বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় ২৯ লাখ মানুষ। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২ লাখ ৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

Share