আফগানিস্তানে নারী চলচ্চিত্র নির্মাতাকে গুলি

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : আফগানিস্তানে প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা ও তারকা অভিনেত্রী সাবা সাহারকে গুলি করা হয়েছে। মঙ্গলবার রাজধানী কাবুলে তার গাড়িতে অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলেও তিনি জীবিত আছেন না-কি মারা গেছেন, তা জানানো হয়নি। কারা এ হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসির

৪৪ বছরের সাবা আফগানিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। তিনি সম্প্রতি সিনেমা প্রযোজনা ও পরিচালনায় নেমেছিলেন। এছাড়া নারী অধিকার নিয়ে সোচ্চার হচ্ছিলেন। সাবা সিনেমার পাশাপাশি পুলিশ বিভাগে কাজ করছিলেন।

কাবুল পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে তার গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনিসহ তার দেহরক্ষী ও গাড়ির চালক আহত হন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সম্প্রতি আফগানিস্তানে চলচ্চিত্র অভিনেতা, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীদের ওপর তালেবানসহ জঙ্গিরা হামলার মাত্রা বাড়িয়েছে। এটি খুবই উদ্বেগজনক।

Share