নিজস্ব বার্তা প্রতিবেদক : ক্যারিয়ারের খুব চমৎকার সময় পার করছেন অভিনয়শিল্পী সোহানা সাবা। গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ‘বৃহন্নলা’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হন ছোট ও বড়পদার্র জনপ্রিয় এই অভিনেত্রী তবে এবার তিনি নির্মাণ করছেন ওয়েব সিরিজ। সাবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘খামারবাড়ী’ থেকে নির্মিত ৬ পর্বের এই ওয়েব সিরিজের নাম ‘টুইন রিটার্নস’। এতে সোহানা সাবার সঙ্গে অভিনয় করছেন কলকাতার সৌরভ চক্রবর্তী। সিরিজটি মুক্তি পাবে ‘বিঞ্জ’-এ।
এ তথ্য নিশ্চিত করে সাবা জানান, ‘এর চিত্রনাট্যও আমার লেখা। এটি লিখেছিলাম ২০১৩ সালে। সেটা অগোছালো হয়ে ছিলো। এবার লকডাউনে পুরোটা সাজিয়ে লিখেছি।’
ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন আলোক হাসান। এর শুটিং শুরু হয়েছে সিলেটের নাজিমগড় রিসোর্টে। সেখানে শেষ করে ঢাকাতে হবে এর দৃশ্যধারণ। ঢাকার কাজ শেষ হবার পর দেশের বাইরেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে বলে জানান সাবা।
উল্লেখ্য, ‘আয়না’ , ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’ , ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’সহ পাঁচটি ছবিতে অভিনয় করেছেন তিনি।