কাবিননামায় ‘কুমারী’ শব্দ আর নয়: হাইকোর্ট

নিজস্ব বার্তা প্রতিবেদক : বিয়ে নিবন্ধন ফরমে এখন থেকে ‘কুমারী’ শব্দ আর থাকছে না। এই শব্দটি মুছে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানির পর রবিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ এ রায় দেন।

রায়ে বলা হয়, ‘কুমারী’ শব্দটা বাদ দিতে হবে। কারণ এটা ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ব্যাপার। কাবিননামায় এর উল্লেখ থাকা মানে বৈষম্য সৃষ্টি করা। তবে নিকাহ রেজিস্ট্রি ফরমে একটি কলাম যুক্ত করে বরের ক্ষেত্রে অবিবাহিত/বিপত্নীক/তালাকপ্রাপ্ত শব্দগুলো যুক্ত করা যাবে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনুন্নাহার সিদ্দিকা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আইনজীবী আইনুন্নাহার বলেন, কাবিননামার কলাম ৫-এ কনের ব্যাপারে ‘কুমারী, বিধবা’ বা তালাকপ্রাপ্ত কিনা’ লেখা আছে। এ ক্ষেত্রে আমাদের আপত্তি ছিল ‘কুমারী’ শব্দটা নিয়ে। এই শব্দটি চালেঞ্জ করে মামলা করেছিলাম। এ রুলের চূড়ান্ত শুনানি শেষ আজ রায় দেওয়া হয়।

Share