নিজস্ব ডেস্ক প্রতিবেদক : শাহরুখের বিপরীতে ‘হামসাফার’ ছবিতে অভিনয় করে সাড়া জাগানো পাকিস্তানি নায়িকা মাহিরা খান। ফাইল ছবি
কাশ্মীরের জন্য নীরবে চোখের জল ফেলছেন বলে জানিয়েছেন শাহরুখের বিপরীতে ‘হামসাফার’ ছবিতে অভিনয় করে সাড়া জাগানো পাকিস্তানি নায়িকা মাহিরা খান। টুইটারে তার মন্তব্য ঝড় তুলেছে অনলাইন দুনিয়ায়।
কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণার পর এই বিষয়ে অনেকেই নিজের মতামত তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়৷ একের পর এক মন্তব্য করছেন রুপোলি দুনিয়ার তারকারাও৷
কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে ট্যুইট করে দুশ্চিন্তা প্রকাশ করেছেন পাক অভিনেত্রীও৷ তিনি লেখেন, ‘‘যে বিষয়ে আমি আলোচনা করতে চাই না, সেই বিষয়ে আমাকে খুব সহজেই চুপ করিয়ে দেওয়া হল৷ যেন বালির ওপর আঁচড় কাটার মতো…স্বর্গ জ্বলছে আর নিঃশব্দে আমার চোখ থেকে জল পড়ছে৷’’
মাহিরার এই ট্যুইটের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে নানা মন্তব্য শুরু করেন ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। শুরু হয় ট্রলও।
সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ বা বিশেষ মর্যাদা দেয় তা বিলোপ করার ঘোষণা দেয় বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সংসদে বিরোধীদের তুমুল বাধা ও বাক-বিতণ্ডার মধ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
বিশেষ মর্যাদার মাধ্যমে এতদিন কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নে কাশ্মীরের রাজ্য সভার অনুমোদন প্রয়োজন হতো। রাজ্যে জমি কেনা ও সরকারি চাকরি রাজ্যের বাইরের লোকদের জন্য নিষিদ্ধ ছিলো।