কিসের লজ্জা! আমি কি চোর?

নিজস্ব বার্তা প্রতিবেদক : ইংল্যান্ড বিশ্বকাপের পর একপ্রকার অগোচরেই ছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে আবারও সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। তবে এবারের সংবাদ সম্মেলনে এসে তিক্ত অভিজ্ঞতা হলো মাশরাফির। বল হাতে মাশরাফির উইকেট না পাওয়াটা নিজের কাছে লজ্জার কিনা এমন প্রশ্নের জবাবে বিব্রত হয়ে আক্রমাত্বক উত্তর দিলেন বাংলাদেশ অধিনায়ক।

রবিবার (১ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগার বাহিনী। শনিবার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসলেন বাংলাদেশ অধিনায়ক। তবে এবারের সংবাদ সম্মেলন অন্য যেকোন বারের চেয়ে বিরক্তিকর হলো মাশরাফির জন্য।

মাশরাফির কাছে এক সাংবাদিক প্রশ্ন ছুঁড়ে দিলেন, দীর্ঘদিন উইকেট না পাওয়ায় নিজের কাছে লজ্জা লাগছে কিনা? উত্তরে ক্ষেপে গিয়ে মাশরাফি বলেন, কেন? আমি কি চোর নাকি? দেশের জন্য খেলতে এসেছি। আমি তো আত্মসম্মান বিকিয়ে দিতে আসিনি। মাঠে ক্রিকেটারের খারাপ সময় আসতে পারে। একজন উইকেট নাও পেতে পারেন। তার জন্য খারাপ লাগবে। বোর্ড উইকেট না পাওয়ার জন্য আমাকে বাদ দিতে পারে। কিন্তু তার জন্য আমার লজ্জা কেন লাগবে। আমি তো লজ্জা পাওয়ার মতো কিছু করছি না।’

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ভালো। তারপরও আটঘাট বেধে নামবেন বলে জানান মাশরাফি। এ সময় তিনি বলেন, ‘জিম্বাবুয়ের কাছেও আমরা হারতে পারি। এমন নয় যে, আমরা জিম্বাবুয়ের বিপক্ষে আগে কখনো হারিনি। এমনকি যদি আমরা শেষ চার-পাঁচটা ম্যাচের দিকে তাকায় তাহলে দেখবো হারতে হারতে জিতেছি আমরা। তার মানে আমরা জিম্বাবুয়ের কাছে ওই ম্যাচে হারতে পারতাম বা তারা আমাদের হারাতে পারে।’

Share