বাংলাদেশের গানের প্রতিযোগতিায় বিচারক হৈমন্তী শুক্লা

নিজস্ব বার্তা প্রতিবেদক : শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে গানের প্রতিযোগিতা। এ আয়োজনের শিরোনাম রাখা হয়েছে ‘পুজোর গানে বাঁধবো প্রাণে’। এতে মহাবিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা।

পাশাপাশি বিচারক হিসেবে থাকবেন সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াঙ্কা গোপ। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান বিশ্বরঙ। প্রতিযোগিতায় অংশ নিতে হলে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। এখানে বয়সের নির্দিষ্ট কোনো সীমা রাখা হয়নি।

প্রতিযোগিতায় দুর্গা উৎসবভিত্তিক গান বা যে কোনো প্রার্থনা সংগীত গাওয়া যাবে। গানের স্থায়ী ও একটি অন্তরা-তাল ঠিক রেখে শুধু যে কোনো একটি যন্ত্রের সহায়তায় গেয়ে এর ভিডিও পাঠাতে হবে আগামী ৩১ আগস্টের মধ্যে। সেইসঙ্গে প্রতিযোগীর নাম, বয়স, জেলার নাম, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে।

প্রতিযোগিতা বিষয়ক সব তথ্যwww.facebook. com/ pujorgaan ফেসবুক পেজে পাওয়া যাবে। অনুষ্ঠানটির আয়োজক বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহা বলেন, ‘আমাদের দেশে এ ধরনের আয়োজন এবারই প্রথম। অনলাইনে এ প্রক্রিয়ার মাধ্যমে শীর্ষ ১০ শিল্পীকে বেছে নেওয়া হবে। এরপরই শুরু হবে মূল আয়োজন।’

Share