বাংলাদেশে তৈরি হবে স্যামসাং ফাইভজি ফোন, দামও কম

নিজস্ব বার্তা প্রতিবেদক : মোবাইল ফোন উৎপাদ দক্ষতায় বৈশ্বিক সক্ষমতা অর্জন করতে চলেছে বাংলাদেশ। এই দক্ষতাতেই নিজেদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন- নোট২০ এবং নোট ২০ আল্ট্রা ৫জি বাংলাদেশে উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।

ইতোমধ্যেই নরসিংদীতে অবস্থিত স্যামস্যাং মোবাইল প্লান্টে ফোনটি উৎপাদন শুরু করেছে স্যামসাং এর বাংলাদেশী পরিবেশক ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড।

প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, মোবাইল উৎপাদনে ইতোমধ্যেই আমরা বৈশ্বিক সক্ষমতা অর্জন করেছি। এখন ৫জি স্মার্টফোন তৈরি করছি। আশা করছি সেপ্টেম্বরের মাঝামাঝি এটি বাজারে ছাড়া সম্ভব হবে।

স্থানীয়ভাবে ফোনটি উৎপাদন করায় ফোনটির বাজার দাম বৈশ্বিক মূল্যের চেয়ে ৩৫ হাজার টাকা কম হবে বলেও জানিয়েছেন তিনি।

Share