![](http://nayabarta.com/wp-content/uploads/2020/08/pori.jpg)
নিজস্ব বার্তা প্রতিবেদক : করোনাকালেই মাত্র তিন টাকা দেনমোহরে বিয়ে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। মার্চ মাসে হুট করেই নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ের কথা গণমাধ্যমে জানান। বিয়ের পর নতুন বরের সঙ্গে ফেসবুকে ছবিও পোস্ট করেন পরী। বিয়ের মাত্র পাঁচ মাস পরই পরীমনির স্বামী-সংসারের কোনো খবর পাওয়া যাচ্ছে না।
পরীমনির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে পরীর কোন সম্পর্ক এখন নেই।
পরীমনির ঘনিষ্ঠ সূত্রটি জানায়, অনেকটা হুজুগের মাথায় বিয়ে করেছিলেন পরীমনি। তাই বিয়ের পরও সংসার করা হয়নি তেমন করে।
বিষয়টির সত্যতা জানতে রনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ সম্পর্কে কোন কথা বলতে চাননি।
তাদের বিচ্ছেদ হয়েছে কিনা তা কোনো সূত্রই নিশ্চিত করে জানাতে না পারলেও তারা যে একছাদের নিচে নেই, সংসারও নেই সেটা জানিয়েছে জোরালোভাবেই।
এ ছাড়া পরীমনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করলেও স্বামীর সঙ্গে কোন ছবি পোস্ট করতে দেখা যায় না এখন! শুধুই কি তাই? স্বামীকে নিয়ে কোন কথাও গণমাধ্যমে বলতে চান না তিনি। তাই স্বভাবতই ধারণা করা হচ্ছে, হয়তো পরীর এ সংসার আর নেই।