নিজস্ব ডেস্ক প্রতিবেদক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে উঠে আসছে একের পর এক নতুন তথ্য। ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআই উদঘাটন করছে সুশান্তের মৃত্যুরহস্য।
ইতোমধ্যে সুশান্তের মৃত্যুরহস্যের তদন্তে বলিউডে মাদকপাচারের অনেক বিষয়ই সিবিআইয়ের হাতে উঠে এসেছে। এই মাদক পাচারে জড়িতদের অনেক সেলিব্রেটির নামও চলে আসছে সিবিআইয়ের হাতে।
এবার মাদকপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছেন কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়িতে তল্লাশি চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) একটি দল। এসময় রাগিনীর ফোন-ল্যাপটপসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করা হয়। পরে তদন্তকারীরা সিসিবি দফতরে নিয়ে গেলে গ্রেফতার দেখানো হয় এ অভিনেত্রীকে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, গত ৩ সেপ্টেম্বর রাগিনীকে তলব করে সিসিবি। কিন্তু হাজির না হয়ে নিজের ফোন নম্বরও বদলে ফেলেন রাগিনী। এরপরই তার বাড়িতে তল্লাশির জন্য আদালতে আবেদন জানায় সিসিবি। আদালত সেই আবেদন মঞ্জুর করলে শুক্রবার ভোরেই রাগিনীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় সিসিবির তদন্তকারীরা।
কিছুদিন আগে রবি নামে রাগিনীর এক ঘনিষ্ঠ বন্ধু মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হন। জিজ্ঞাসাবাদে রবি রাগিনীর নামসহ মাদক কারবারে আরও কিছু তথ্য দেন।
অভিনেত্রী রাগিনী দ্বিবেদীর জন্ম বেঙ্গালুরুতে। ২০০৯-এ ‘বীর মাদাকারি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। তার ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে রয়েছে কেম্পে গৌড়া, রাগিনী আইপিএস, শিবা, বাঙ্গারি।