করোনায় সর্বোচ্চ শনাক্ত ৮৮২২, মৃত্যু ১১৫

নিজস্ব বার্তা প্রতিবেদক : দেশে করোনায় শনাক্ত অথবা মৃত্যুতে প্রায় প্রতিদিনই রেকর্ড সৃষ্টি হচ্ছে। একদিনে সর্বোচ্চ শনাক্ত ৮ হাজার ৮২২ জনের নতুন রেকর্ড হয়েছে। আর আগে গত ২৮শে জুন ৮ হাজার ৩৬৪ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্যবিভাগ। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৫০৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৫০ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৫৬৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৮৬টি নমুনা সংগ্রহ এবং ৩৫ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৬ লাখ ৮ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

Share