নয়াবার্তা ডেস্ক : চল্লিশে পা ফেলা দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী শ্রিয়া সরণ বয়সকে হার মানিয়ে তারুণ্য ধরে রেখেছেন, ‘দৃশ্যম টু’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি।
হলুদ শাড়ি পরা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রিয়া, আবেদন ছড়ানো সেসব ছবি দেখে ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন তাঁকে। একজন লিখেছেন, ‘আপনি প্রমাণ করেছেন, বয়স শুধুই একটি সংখ্যামাত্র।’
মাঝে ‘দৃশ্যম টু’ সিনেমায় অভিনয় করে গণমাধ্যমের শিরোনামে এসেছেন তিনি, এর পর থেকে একের পর এক সিনেমায় কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি।
আগামী ১৭ মার্চ ‘আন্ডারওয়ার্ল্ড কা কবজা’ নামের একটি সিনেমা মুক্তি পাবে, কয়েক দিন আগে সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে।
এর বাইরে ‘মিউজিক স্কুল’ নামে আরেকটি সিনেমা মুক্তির কথা রয়েছে। তেলেগু, তামিল, মালয়ালম সিনেমার পাশাপাশি বলিউডেও এখন নিয়মিত হয়েছেন শ্রিয়া সরণ।