উইঘুরদের ওপর ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে যুদ্ধের নামে নিপীড়ন চালাচ্ছে চীন

নিজস্ব ডেস্ক প্রতিবেদক : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়ান-এ ২০১৭ সাল থেকে আনুমানিক ১০ লাখের মতো মানুষকে (যাদের অধিকাংশই জাতিগত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের) গণহারে আটকে রাখা হয়েছে। বছরের পর বছর ধরে ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে যুদ্ধের নামে চীন সরকার ব্যাপক ও পদ্ধতিগতভাবে নিপীড়ন চালিয়ে যাচ্ছে, যেখানে লক্ষ্যে পরিণত করা হয়েছে উইঘুর ও কাজাকদের মতো জাতিগত মুসলিম সংখ্যালঘুদের।

ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ডেপুটি রিজিওনাল ডিরেক্টর অব কমিউনিকেশন হানা ইয়ং এক বিবৃতিতে এসব তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, বিশেষ করে মুসলিম জনগোষ্টির ওপর এ বর্বর নিপীড়ন চালানো হচ্ছে, যার মধ্যে রয়েছে হত্যা, নির্যাতন ও কারাগারে আটকে রাখার মানাধিকার বিরোধী অপরাধ। সাবেক বন্দী ও তাদের পরিবারের সদস্যদের প্রাথমিক বর্ণনা থেকে চীনের জিনজিয়ান-এ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কথা জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলের লাখ লাখ মুসলিম পরিকল্পিত নজরদারীর আওতায় থাকেন এবং সার্বক্ষণিক আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা প্রায়ই নিখোঁজ হয়ে যান এবং তাদের পরিবারের সদস্যরা আর তাদের সন্ধান পান না।

Share