খুলনা বিভাগে করোনায় ৪ মাস পর মৃত্যুশূন্য


নয়াবার্তা খুলনা ব্যুরো : দীর্ঘ চার মাস পর খুলনা বিভাগের ১০ জেলায় শুক্রবার করোনায় কোনো মৃত্যু নেই। এর আগে গত ২৭ মে খুলনা বিভাগে করোনায় মৃত্যুশূন্য ছিল।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত জুলাই ও আগস্ট মাসে করোনায় খুলনা বিভাগে অনেক মানুষের মৃত্যু হয়। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে গত ৯ জুলাই এক দিনে বিভাগে সর্বাধিক ৭১ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় এক হাজার ৩৮০ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হার মাত্র ৩ দশমিক ৯১ শতাংশ।

এ সময় কুষ্টিয়ায় ২৫ জন, খুলনায় আট, যশোরে ছয়, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় চারজন করে, সাতক্ষীরায় তিন, ঝিনাইদহে দুই, মাগুরা ও মেহেরপুরে একজন করে করোনা রোগী শনাক্ত হয়। নড়াইলে কেউ শনাক্ত হয়নি।

Share