ঝিনাইদহে’র এমপি কন্যা মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়েছেন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সংরক্ষিত মহিলা আসনের এমপি আওয়ামী লীগ নেত্রী খালেদা খানমের মেয়ে সোহেলী আহম্মদকে কেউ অপহরণ করেনি বলে তিনি এক হলফনামার মাধ্যমে দাবি করেছেন। গতকাল গণমাধ্যম কর্মীদের আইনজীবীর মাধ্যমে পাঠানো ঢাকা নোটারি পাবলিকের একটি হলফনামায় তিনি এই দাবি করেন। গত ১২ই আগস্ট এমপি কন্যা এই হলফনামা দেন।
ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী মো. মানজুর হোসাইন স্বাক্ষরিত হলফনামায় তিনি উল্লেখ করেন, ‘আমার সাবেক স্বামী মাদকাসক্ত বিল্লাল হোসেন লিটনকে ৫ মাস আগেই তালাক দিয়ে সাজেদুর রহমান পপ্পুকে বিয়ে করে ঘর সংসার করছি। ফলে নিজের অপহরণের বিষয়ে তার সাবেক স্বামী ঝিনাইদহ সদর থানায় যে মামলা করেছেন তার কোনো আইনগত ভিত্তি নেই। তাকে অপহরণের কোনো প্রশ্নই ওঠে না। বরং তিনি বর্তমান স্বামী সাজেদুর রহমান পপ্পুকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করছেন। ৩ পৃষ্ঠার হলফনামায় এমপি কন্যা সোহেলী আহম্মদ দাবি করেছেন, তার সাবেক স্বামী বিল্লাল হোসেন লিটন মাদকাসক্ত, কুখ্যাত মাদক ব্যবসায়ী, নারী কেলেঙ্কারি ও প্রতারক হিসেবে পরিচিত লাভ করলে তিনি নিজের ও একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তালাক দেন।

Share