বীরমাতা মালেকা বেগম আর নেই

নিজস্ব জেলা প্রতিবেদক : ‘বীরমাতা’ মোসাম্মৎ মালেকা বেগম মারা গেছেন (ইন্না …… রাজিউন)। মঙ্গলবার সকাল ৭টা ৪০মিনিটে ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের মটুপী গ্রামের তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার বয়স হয়েছিল ৯৬ বছর।

মালেকা বেগম বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের মা। মালেকা বেগম এক ছেলে ও দুই মেয়ে ও নাতি নাতনি রেখে গেছেন।

তার ছেলে মোস্তাফিজুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে মালেকা বেগম বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গুরুতর অবস্থায় ১৮ আগস্ট তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২০ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় এয়ার এম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) চিকিৎসা দেয়া হয়।

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক ডা. তৈয়বুর রহমান জানান, সিএমএইচে চিকিৎসা শেষে মালেকা বেগমকে ভোলার বাড়িতে নেওয়া হয়েছিল।

মঙ্গলবার আসর বাদে জানাযা শেষে মৌটুপি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।বীরমাতার দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।তার মৃত্যুতে ভোলা জেলা প্রশাসক, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সংগঠন শোক জানিয়েছে।

Share