‘শরীর দিয়েই’ বলিউডে কাজ পেতে হতো!

নয়াবার্তা ডেস্ক : ‘প্রথমে বন্ধু হতে চায়, তার পর চায় যৌনতা’। বলিউডে ‘কাস্টিং কাউচ’ বা অভিনয়ে সুযোগ দেওয়ার বিনিময়ে যৌন সম্পর্কে বাধ্য করা নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শামা সিকান্দার।

সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের ‘কাস্টিং কাউচ’-এর অভিজ্ঞতা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছিল।

শামা বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকে এক প্রযোজক আমাকে বন্ধুত্বের প্রস্তাব দেন। আমি বলেছিলাম, কাজ না করলে বন্ধুত্ব কীভাবে হতে পারে? পরে বুঝতে পারি, সেটা আসলে যৌনতার প্রস্তাব ছিল।’

সরাসরি পরিচয় প্রকাশ না করলেও এ অভিনেত্রী বলেন, ‘বলিউডের নামি প্রযোজকরাই শরীরের বিনিময়ে নবাগতদের কাজ দেওয়ার প্রস্তাব দিতেন। বিষয়টি নিম্নরুচির হলেও আত্মবিশ্বাসের অভাবে অনেকেই এ ফাঁদে পা দিতেন।’

বলিউডের ঘটনা নিয়ে বেশি আলোচনা হয়, কারণ বলিউড নিয়ে মানুষের আগ্রহ বেশি। তবে শুধু বলিউডেই নয়, শরীরের বিনিময়ে কাজের বিষয়টি পৃথিবীর সর্বত্র রয়েছে।

শরীরের বদলে কাজ পাওয়ার রীতি এখন অনেকটাই বদলেছে জানিয়ে জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, ‘এখন পরিস্থিতি পাল্টেছে, যা ইন্ডাস্ট্রির জন্য ভালো। এ প্রজন্মের পরিচালক-প্রযোজকরা অনেক পেশাদার। তারা শিল্পীদের সম্মান দেন। তাদের কাছে যৌনতা নয়, কাজটাই মুখ্য।’

বলিউডে বেশি কাস্টিং কাউচ হয়—এ প্রসঙ্গে শামা সিকান্দার বলেন, শুধু বলিউডেই নয়, শরীরের বিনিময়ে কাজের বিষয়টি পৃথিবীর সর্বত্র রয়েছে।

জনপ্রিয় টিভি শো ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’-এর হাত ধরে ২০০৪ সালে প্রথমবার পর্দায় এসেছিলেন শামা সিকান্দার। পরে ‘সিআইডি’, ‘মন মে হ্যায় বিশ্বাস’-এর মতো ধারাবাহিকেও দেখা গেছে তাকে। বেশকিছু হিন্দি ছবিতেও সহশিল্পীর ভূমিকায় দেখা গেছে শামা সিকান্দারকে। চলতি বছরের ১৫ মার্চ দীর্ঘদিনের বন্ধু জেমস মিলিরনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ অভিনেত্রী।

Share