আমার স্বামী গুন্ডাপান্ডা এনে হারুন স্যারকে প্রচুর মারধর করে : এডিসি সানজিদা

নয়াবার্তা ডেস্ক : ছাত্রলীগ নেতাকে পেটানোর ঘটনায় অনেক নাটকীয়তার পর অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ বরখাস্ত করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

এডিসি হারুন কাণ্ডের শুরু থেকে এক নারী পুলিশ কর্মকর্তার নাম শোনা যায়। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকের সহধর্মিনী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সানজিদা আফরিন। তিনি ৩১তম বিসিএসের কর্মকর্তা। ছাত্রলীগের তিন নেতাকে পেটানোর ঘটনার সময় এডিসি সানজিদাও উপস্থিত ছিলেন। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও এডিসি সানজিদা ‘হারুন কাণ্ডে’ মুখ খুলেছেন।

আজ মঙ্গলবার চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে গত শনিবারের ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন এডিসি সানজিদা আফরিন। সাক্ষাৎকারে এডিসি সানজিদা ওই দিনের ঘটনার জন্য ‘এপিএস’ আজিজুল হককে দায়ী করেন। তিনি বলেছেন, ‘আমার স্বামীই হারুন (হারুন অর রশিদ) স্যারকে প্রথমে আঘাত করেছে।’ ঘটনার বনর্না দিয়ে তিনি বলেন, হঠাৎ আমার বুকে ব্যথা হয়। তারপর আমি এডিসি হারুন স্যারকে বলে বারডেম হাসপাতালে এক ডাক্তারের সিরিয়াল নেই। সেই ডাক্তার আসতে দেরি করায় আমি হারুন স্যারের মাধ্যমে অন্য একজন ডাক্তার দেখাই। তখন আমার স্বামী গুন্ডাপান্ডা এনে হারুন স্যারকে প্রচুর মারধর করে এবং আমাদের দুজনের অন্তরঙ্গ ভিডিও করার চেষ্টা করে। আমার হারুন স্যার একদম নির্দোষ, আমার স্বামী রাষ্ট্রপতির এপিএস আজিজুল দোষী।

ঘটনার বিস্তারিত বর্ণনা করে এডিসি সানজিদা আফরিন বলেন, ‘বেশ কিছু দিন থেকে আমার কার্ডিয়াক সমস্যা হচ্ছিল। ২০১৯ সাল থেকে আমি হাইপার টেনশনের ওষুধ খাচ্ছি। লাস্ট ৪-৫ মাস ধরে সমস্যাটা বেড়ে গেছে। লাস্ট দুই-তিন সপ্তাহ ধরে আমার চেস্ট পেইনটা বেড়ে যাচ্ছিল। প্রতি দিন সময় ম্যানেজ করা সম্ভব হয় না। তাই লাস্ট শনিবার ব্যথাটাও একটু বাড়ে। তাই ওই দিন আমার মনে হলো ইব্রাহিম কার্ডিয়াকে কোনো ডাক্তার আমি দেখাতে চাচ্ছি। আমি ল্যাবএইডে যে ডাক্তার দেখাই, তিনি দেশে বাইরে ছিল। তাই ইর্মাজেন্সিতে আমার যেহেতু ডাক্তার দেখানো দরকার ছিল, তাই আমি স্যারকে (সাময়িক বরখাস্ত এসিডি হারুন অর রশিদ) ফোন দিয়েছি… তাকেই আমি অনুরোধ করি একটা সিরিয়াল ম্যানেজ করে দেওয়ার জন্য। তখন স্যার ওসির মাধ্যমে একটা সিরিয়াল ম্যানেজ করে দেন। সেটা সন্ধ্যা ৬টার পর ডাক্তারের সিরিয়াল ছিল। আমি সেই হিসেবে সন্ধ্যা ৬টার পর আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পর আমি জানতে পারি স্যার (ডাক্তার) কোনো একটা কনফারেন্সে আছেন। কনফারেন্সে থাকার কারণে যেহেতু আমার একটু আর্জেন্টও ছিল, তাই আমি স্যারকে (এডিসি হারুন) কনফার্ম করি ডাক্তার একটি কনফারেন্সে আছেন। তাই তিনি হয়তো আজ দেখবেন না। যেহেতু আমার একটু আর্জেন্টও ছিল তাই অন্য কাউকে দেখানো যায় কি না। স্যার খুব সম্ভবত আশেপাশেই ছিল, তাই তিনি বললেন, “আপনি একটু বসেন, আমি এসে দেখি অন্য কাউকে ম্যানেজ করা যায় কি না”।’

ঘটনার সূত্রপাত কীভাবে—এ বিষয়টি জানাতে গিয়ে সানজিদা আফরিন বলেন, ‘বেশ কিছুক্ষণ পর স্যার আছেন। এসে উনাদের সঙ্গে কথা বলেন। পরে একজন ডাক্তার ম্যানেজ হয়, আমি ডাক্তারকে দেখাই। তিনি বেশকিছু টেস্ট দেন। আমি ব্লাড টেস্ট করিয়েছি, ইকো করিয়েছি। যে সময়টায় ইনসিডেন্ট, তখন আমি ইটিটি করছিলাম। আমি তখন ইটিটি রুমেই ছিলাম। সেই রুমে বেশকিছু সময় লেগে যায়। ২০-২৫ মিনিটের মতো। ইটিটি যখন শেষ পর্যায় তখন আমি রুমের বাইরে হট্টগোল, চিৎকার-চেঁচামেচি শুনতে পাই।’

তিনি বলেন, ‘প্রথম যে সাউন্ডটা আমার কানে আসল, মানে হচ্ছে স্যারই (হারুন) চিৎকার করে বলছেন, “ভাই আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আপনি তো আমার গায়ে হাত তুলতে পারেন না।” এটাই আমি প্রথম শুনলাম। আমার প্রথমে ধারণা, হয়েছিল সেখানে অন্য কারও সঙ্গে হয়তো কোনো সমস্যা হয়েছে। এর কিছুক্ষণ পরই আমি দেখতে পারি যে, আমার হাসবেন্ড (এপিএস আজিজুল হক)। তিনি সেখানে কেন গিয়েছেন, কী জন্য গিয়েছেন—আমি জানি না। উনাকে টোটালি আউট অব মাইন্ড লাগছিল। উনি খুবই উত্তেজিত অবস্থায় ছিলেন এবং উনার সঙ্গে বেশকয়েকজন ছেলেও ছিলেন। আমি তাদেরকে চিনি না।’

সাময়িক বরখাস্ত হওয়া এসিডি হারুন অর রশিদকে মারধর করা হয় জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘স্যারকে মারতে মারতে একরকম টেনেহিঁচড়ে রুমের ভেতর নিয়ে আসেন। রুমটার ভেতর আনলেন যখন, তখন স্যারকে তারা মারছিলেন। স্যার অনেকটা বাঁচার জন্য ইটিটি রুমের কোনায় গিয়ে দাঁড়ান। ওই সময় আনফরচুনেটলি (দুর্ভাগ্যবশত), আমার হাসবেন্ড ওই ছেলেগুলোকে বলছিলেন, তোরা এই দুজনের ভিডিও কর।’

সানজিদা আরও বলেন, ‘আমি তখন ইটিটির পোশাকে ছিলাম। আপনারা জানেন যে ইটিটির পোশাক কী রকম থাকে। স্বাভাবিকভাবে পোশাকটি শালীন অবস্থায় ছিল না। আমি হাসবেন্ডের সঙ্গে শাউট করছিলাম, এই রুমে তো কোনো ছেলে ঢোকার কথা নয়। আপনি ঢুকেছেন, এতগুলো লোক নিয়ে কেন ঢুকেছেন? তো আমি শাউট করছিলাম। তখন তিনি আমাকেও দুই তিনটি চড় মারেন। পরিস্থিতি এমন দাঁড়ায়, আমার ড্রাইভার (গাড়িচালক) ছুটে আসে। মাঝখানে দাঁড়ায়। ড্রাইভারের ওপর দিয়ে আমার গায়ে হাত তোলা হয়।

পুলিশ কর্মকর্তা সানজিদা বলেন, ‘একটা পর্যায়ে যারা ভিডিও করছিলেন, একটা ছেলে। আমি হাত থেকে মোবাইলটা নিয়ে নেওয়ার চেষ্টা করি। তার সঙ্গে হাতাহাতি, এমন একটা সিচুয়েশন (পরিস্থিতি) তৈরি হয়ে যায়। আমি কোনো অবস্থাতেই চাচ্ছিলাম না, ওই পোশাকে আছি, এই অবস্থায় ভিডিও হোক। ইনটেনশন (উদ্দেশ্য) দেখে মনে হয়েছে, তারা দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে একটা ভিডিও করতে চাচ্ছে। পরবর্তীতে তারা সেটি ইউজ (ব্যবহার) করবেন, একটি অসৎ উদ্দেশ্যের জন্য।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পরকীয়ার সম্পর্কের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘উনি (হারুন) আমার সিনিয়র কলিগ। এর বাইরে আর কোনো বিষয় নেই। এই ঘটনার পর স্বামীর সঙ্গে আমার আর কোনো কথা হয়নি। আমি আমার অফিসেই আছি।’

গত ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুনের বিরুদ্ধে। দুই ছাত্রলীগ নেতা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।

এ ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে মীমাংসা করেন।

ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে, এডিসি হারুন ৯ সেপ্টেম্বর রাতে এক নারীর সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। সেসময় ওই নারীর স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং তাদের দুজনকে একসঙ্গে পান। সেখানে ছাত্রলীগের নেতাদের সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে পুলিশ ফোর্স নিয়ে এসে ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে বেদম মারধর করেন এডিসি হারুন অর রশিদ।

এ ঘটনায় গত রোববার সেপ্টেম্বর বিকেলেই ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি দুইদিনের মধ্যে দ্রুত তদন্ত কাজ সম্পন্ন করে ডিএমপি পুলিশ কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এরপর হারুনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হয়। আবার ওইদিন বিকেলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশে তাকে এপিবিএন-এ বদলি করা হয়।

Share