জয়া আহসানের বলিউড যাত্রা

নয়াবার্তা প্রতিবেদক : বলিউডে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। নাম চূড়ান্ত না হওয়া এই ছবিতে অভিনয়ের খবরটি দেশের বিনোদন অঙ্গনের কমবেশি সবার জন্য চমকপ্রদ ছিল। অভিনয়ে প্রতিনিয়ত চমক দেওয়া জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে নিত্যনতুন স্থিরচিত্র প্রকাশ করে সবাইকে চমকে দেন। গতকাল রাতে ইনস্টাগ্রামে প্রকাশ করা কয়েকটি নতুন স্থিরচিত্রে অন্য এক জয়াকে খুঁজে পাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা—

শুটিংয়ের কারণে ঢাকা-কলকাতা যাওয়া–আসার মধ্যে থাকতে হয় অভিনয়শিল্পী জয়া আহসানকে। কাজের অবসরে আয়োজন করা ফটোশুটে যেমন অংশ নেন জয়া, তেমনি সহকর্মীর ছবি তোলার আবদার মেটান এই অভিনয়শিল্পী। কলকাতায় কাজের ফাঁকে সহকর্মী স্নেহাশিসের মুঠোফোনে একের পর এক তোলা কয়েকটি স্থিরচিত্রে এভাবেই ধরা দিয়েছেন জয়া আহসান।

ইনস্টাগ্রামে জয়া আহসানের পোস্ট করা তিনটি স্থিরচিত্রে আজ বুধবার বিকেল চারটা পর্যন্ত ৬৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য করেছেন এক হাজারের বেশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষী
ইনস্টাগ্রামে জয়া আহসানের পোস্ট করা তিনটি স্থিরচিত্রে আজ বুধবার বিকেল চারটা পর্যন্ত ৬৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য করেছেন এক হাজারের বেশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

কলকাতার একটি পাঁচতারকা হোটেলে ইন্দো ওয়েস্টার্ন ফিউশন ধাঁচের পোশাকে বাংলাদেশের জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি কলকাতায় ছবির কাজে ব্যস্ত থাকেন জয়া। এবার তার সঙ্গে বাড়তি যোগ হয়েছে মুম্বাই। কারণ, বলিউডের ছবিতে অভিনয় শুরু হয়েছে জয়া আহসানের। ডিসেম্বর শুরু হতেই বিনোদন অঙ্গনে ফিসফাস, বলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন জয়া আহসান। কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন এই অভিনেত্রী। একাধিকবার জিজ্ঞেস করে তাঁর মুখ থেকে এ নিয়ে একটি কথাও বের করা যায়নি। অবশেষে ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন জয়া আহসান। জানিয়েছেন, হ্যাঁ, সত্যিই বলিউডের ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

জয়া আহসানের বলিউড মিশনে সঙ্গী হিসেবে আছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত পঙ্কজ ত্রিপাঠি, আর ‘দিল বেচারা’খ্যাত (২০২০) সানজানা সঙ্গী। মহরত অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘আমার প্রথম হিন্দি সিনেমা। চরিত্রটিও দারুণ। এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। তাই হ্যাঁ বলতে সময় নিইনি। কারণ, ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সব সময় আমি অনিরুদ্ধ ও পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাঁদের সঙ্গে কাজ করা এবং তা-ও প্রথম হিন্দি ছবিতে, আনন্দ দ্বিগুণ করে।’

জয়া আহসানের বলিউড মিশনে সঙ্গী হিসেবে আছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’খ্যাত পঙ্কজ ত্রিপাঠি, আর ‘দিল বেচারা’খ্যাত (২০২০) সানজানা সঙ্গী। মহরত অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘আমার প্রথম হিন্দি সিনেমা। চরিত্রটিও দারুণ। এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। তাই হ্যাঁ বলতে সময় নিইনি। কারণ, ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এবং আমার সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সব সময় আমি অনিরুদ্ধ ও পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি। তাঁদের সঙ্গে কাজ করা এবং তা-ও প্রথম হিন্দি ছবিতে, আনন্দ দ্বিগুণ করে।’

ভারতের পশ্চিমবঙ্গে জয়া আহসান অভিনীত একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব ছবির মধ্যে ‘অর্ধাঙ্গিনী’, ‘ভূতপরী’, ‘ওসিডি’, ‘কালান্তর’সহ আরও দুটি ছবি রয়েছে। এগুলো আস্তে আস্তে মুক্তি পাবে বলে জানালেন জয়া। করোনার কারণে আরও কয়েকটি ছবি আটকে আছে, তাই কবে এগুলো মুক্তি পাবে, নিশ্চিত করে বলতে পারছেন না তিনি। তবে ছবিগুলো তাড়াতাড়ি মুক্তি পাবে বলে বিশ্বাস জয়ার
ভারতের পশ্চিমবঙ্গে জয়া আহসান অভিনীত একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব ছবির মধ্যে ‘অর্ধাঙ্গিনী’, ‘ভূতপরী’, ‘ওসিডি’, ‘কালান্তর’সহ আরও দুটি ছবি রয়েছে। এগুলো আস্তে আস্তে মুক্তি পাবে বলে জানালেন জয়া। করোনার কারণে আরও কয়েকটি ছবি আটকে আছে, তাই কবে এগুলো মুক্তি পাবে, নিশ্চিত করে বলতে পারছেন না তিনি। তবে ছবিগুলো তাড়াতাড়ি মুক্তি পাবে বলে বিশ্বাস জয়ার।

জয়া আহসান অভিনীত বলিউডি ছবির গল্প প্রসঙ্গে জানা গেছে, বাবা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে দেখা যাবে, সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার হৃদয়ছোঁয়া গল্প। এটি লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সারকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। চিত্রগ্রহণ করছেন অভিক মুখোপাধ্যায়। সংগীত পরিচালনায় শান্তনু মৈত্র। সম্পাদনা করবেন অর্ঘ্য কমল মিত্র। ছবিতে আরও অভিনয় করছেন পার্বতী থিরুভোথু, দিলীপ শংকর, পরেশ, বরুণ বুদ্ধদেব প্রমুখ। ছবিটির সহপ্রযোজক শ্যাম সুন্দর ও ইন্দ্রাণী মুখার্জি।

মুম্বাইয়ে এরই মধ্যে জয়া আহসান অভিনীত বলিউডি ছবিটির শুটিং শুরু হয়েছে। টানা কয়েক দিন ছবির শুটিং চলবে। এরপর কলকাতায় হবে শুটিং। তবে বলিউডের ছবিতে জয়াকে কীভাবে দেখা যাবে, জানতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। জানা গেছে, ২০২৩ সালে ওটিটিতে ছবিটি মুক্তি পাবে
মুম্বাইয়ে এরই মধ্যে জয়া আহসান অভিনীত বলিউডি ছবিটির শুটিং শুরু হয়েছে। টানা কয়েক দিন ছবির শুটিং চলবে। এরপর কলকাতায় হবে শুটিং। তবে বলিউডের ছবিতে জয়াকে কীভাবে দেখা যাবে, জানতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। জানা গেছে, ২০২৩ সালে ওটিটিতে ছবিটি মুক্তি পাবে।

Share