‘ফরেস্টার’ পদে লোক নেবে বন অধিদপ্তর

নিজস্ব বার্তা প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরে ‘ফরেস্টার’ পদে ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে।সম্প্রতি অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আগ্রহী প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ডিগ্রি থাকতে হবে, উচ্চতা হতে হবে ১৬৩ সেন্টিমিটার; বুকের মাপ ৭৬ সেন্টিমিটার।

মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কুমিল্লা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, জয়পুরহাট ও কুড়িগ্রাম জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

২০২০ সালের পহেলা মার্চে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ হতে পারে।

বন অধিদপ্তরের ওয়েবসাইট www.bforest.gov.bd থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে ৩১ আগস্টের মধ্যে আবেদনপত্রটি অধিদপ্তরের ঠিকানায় সরাসরি অথবা ডাকযাগে পৌঁছাতে হবে।

Share