‘বৃষ্টি যদি আর না থামে আজ’ দুদিনে ১ লাখ ৩৬ হাজার শ্রোতা

নিজস্ব বার্তা প্রতিবেদক : সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ৫ জুলাই তার ফেসবুক পেজে লিখেছিলেন ‌‘বৃষ্টি যদি আর না থামে আজ’। বাকিটা লিখতে বলেন অন্যদের। ভক্তদের দেওয়া একের পর এক বাক্য দিয়ে পুরো একটি গান তৈরি করেছেন হাবিব। ব্যতিক্রমী এই গানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দেশের আরেক জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বুধবার রাতে হয়েছে ‌‘বৃষ্টি যদি আর না থামে আজ’ গানের রেকর্ড। এরপর আজ শুক্রবার বিকেলে গানটি প্রকাশ্যে আনলেন হাবিব। হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

এর আগে হাবিব জানিয়েছিলেন, ‘আমি অনেক উচ্ছ্বসিত। কারণ, আজ আমি এমন একটি গানের ঘোষণা করতে যাচ্ছি যে গান নির্মাণ করার প্রক্রিয়াটি ছিলো আমার জন্য একদম নতুন ও আলাদা অভিজ্ঞতা। সব থেকে বড় কথা ৫ জুলাই আমার সেই পোস্টে এতো এতো লাইন লিখেছেন যে আমি সত্যিই আশ্চর্য হয়েছি। আমার কল্পনাতেও ছিলো না যে আমার দর্শক-শ্রেতাদের মধ্যে থেকে এতো ভালো কিছু লাইন আমি পাবো। আমি যদি পারতাম তাহলে অনেকের লেখা আমি সিলেক্ট করতাম, কিন্তু একটা গানের জন্য আমি পোস্টটি করি তাই কয়েকজনের লেখা নিতে হয়েছে। গানটি প্রায় শেষের পথে।’

নাজমুন মুনিরা ন্যানসি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এটা খুবই ইউনিক একটা আইডিয়া। এমন হয়েছে যে একটা গান দুইজন লিখেছে। কিন্তু একটা গান ৬ জন ৬ প্রান্ত থেকে লিখেছে এমনটা কখনোই হয়নি। এরকম একটা প্রজেক্টের অংশ হওয়াটা আমার কাছে অনেক সন্মানের।’

যাদের লেখা লাইন নিয়ে ‌‘বৃষ্টি যদি আর না থামে আজ’ শিরোনামের গানটি নির্মাণ করা হয়েছে সে ৬ জনের নামও ঘোষণা করেন হাবিব। তারা হলেন- ইবরিয়াদ হাসান পুলক, ক্যাথরিন ক্যাথি, জাহিদ হাসান রাকিব, মুকুল চন্দ্র রায়, জুফিয়ান খান ও সাদাত হোসাইন।

“ বৃষ্টি যদি আর না থামে আজ “

Following Lines written by participants :

Ebriad Hasan
বৃষ্টি যদি আর না থামে আজ
আলতো ছোঁয়ায় ভাঙ্গাবো যে লাজ
কালো মেঘে ঢেকেছে আকাশ
শোনো এ হৃদয়ে তোমার বসবাস

Catherine Alo Mardi
তোমাতে ডুবে থাকে এলোমেলো মন
খুব কাছে পেতে চায় যখন তখন
রিমঝিম সুর তুলে আকাশ বেয়ে
এই বুকে নেমে এসো বৃষ্টি হয়ে

Sufian Khan
শূন্যমরুর বুকে ঝেঁপে আসে মেঘ
তোমাকে পেয়ে তা ঝরে নেমে শেষ
একটু দেখা যদি দিতে আবার
ফিরে তবে পেত মেঘ হৃদয়-আমার

Sahadat Hossain
অনুভবে ফোটে ফুল,জানিনা কারণ
তোমাকেই ছুঁতে চায়, শোনেনা বারণ
জমে থাকা সব কথা, বলে দেবে মন
কান পেতে শোনো বলে অঝোর শ্রাবন

Mukul Roy
রংধুনু চোখ গুলো আকাশ পানে
মেঘেদের যদি কিছু বলার থাকে
খেয়ালি মন যেন তোমায় ভেবে
গোধুলি রঙিন স্বপ্নের জাল বুনে

Jahid Hasan Rakib
সুখ সুখ লাগে আজ তুমি পাশে
বারণ হয়ে যদি প্লাবন আসে
দূরে যেতে দিবো না, হৃদয় থেকে
ভালবাসা ছুঁয়ে দিবো তোমার ঠোঁটে

Share