ব্যবহৃত পোশাক বিক্রি করে কটাক্ষের শিকার দীপিকা

নয়াবার্তা ডেস্ক : সাধারণত তারকাদের এক কাপড় বারবার পরতে দেখা যায় না। তবে তাদের মধ্যে অনেকেই পোশাক রিপিট করেন। কিন্তু এমন তারকা হাতে গোনা। অনেকে আবার তাদের জামা-কাপড় চ্যারিটির জন্য বিক্রি করেন। এবার নিজের ব্যবহৃত পোশাক বিক্রি নিয়ে কটাক্ষের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জিয়া খান ও প্রিয়াঙ্কা চোপড়ার বাবার মৃত্যুর পর দীপিকা যে দুটি পোশাক পরেছিলেন, সেগুলো তিনি নিলামে বিক্রি করেছিলেন। আর দীপিকার পোশাকের ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা। তার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়।

নেটিজেনরা কটাক্ষ করে বলেন, ‘এগুলো শেষযাত্রায় যাওয়ার কালেকশন। সে খবর পরই তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

জানা যায়, ২০২১ সালে দীপিকার সেই পোশাকটি ওয়েবসাইটে বিক্রি করা হয়েছিল। সেই ওয়েবসাইটে বিক্রি করা পোশাকের টাকা সমাজের ভালোর জন্য কাজে লাগানো হয়।

শুধুমাত্র জিয়া খানের শেষযাত্রার ছোট কুর্তি নয়, প্রিয়াঙ্কা চোপড়ার বাবার শেষযাত্রায় যে কুর্তি পরেছিলেন, সেটিও নাকি বিক্রি করা হয়েছে সেই ওয়েবসাইটে। এগুলো ২ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

Share